How to learn SEO in Bangla (বাংলায় কিভাবে SEO শিখবেন):


অনলাইনে আয়!! বর্তমানে সব চেয়ে একটা আলোচিত বিষয়। শুনতে অবাস্তব মনে হয় তাই না! প্রথম যখন শুনলাম আমার ও বিশ্বাস করতে কষ্ট হয়েছিল। But Google মামার কল্যাণে বিভিন্ন ব্লগ এবং সাইটে টু মারার পর বুঝতে পারলাম ঘটনা কিন্তু সত্যি। তো তারপর শুরু করলাম দৌড়-ঝাপ, অনেক সাইটে ছোট-কাটো কাজ ও করলাম but পকেট আমার ঠিকই শুণ্যই থাকল। মাঝখান দিয়ে আমার time nd net দুইটাই waste। এক বড় ভাইয়ের সাথে ব্যাপারটা share করলাম। উনি বলল তুমি কি কাজ করেছ, answer দেওয়ার মত কোন word ও খুজে পেলাম না। পাবই বা কি করে, আমি তো আসলে উল্লেখ করার মত তেমন কোন কাজই জানতাম না।Then উনি বললেন, “first try to be an expert, then try to earn.” আমি মনে করি বাংলাদেশের ৮০% freelancer প্রথমে আমার মত এই রকম অবস্থা face করেছে, nd আপনারা যারা নতুন তারা ও করবেন cuz অনেকেই without being an expert এই পেশায় যাত্রা শুরু করে। আসলে আমার এই SEO Tutorial তাদের জন্যই, যারা জানে না Online Earning তারা কি কাজ দিয়ে শুরু করবে বা করতে পারবে। As a beginner Online Earning এর ক্ষেত্রে সবচেয়ে easy and demandable jobs টি হচ্ছে SEO(Search Engine Optimization), যদিও জগতটা বিশাল। ইনশাল্লাহ… আমার এই টিউটরিয়ালের মাধ্যমে আমি try করব আমার ক্ষুদ্র মস্তিষ্ক্য থেকে যথাসম্ভব আমদানি করে আপনাদের মাথায় রপ্তানি করার। যাক, বকর বকর অনেক হল, এবার মূল কাজে নেমে পড়ি চলুন-

How to learn SEO in Bangla (বাংলায় কিভাবে SEO শিখবেন):

                      পর্ব-০১

এই পর্বে আমরা SEO এর প্রাথমিক বিষয় গুলো নিয়ে ছোট্ট করে একটা আলোচনা করব, বিষয়গুলো হয়তো আপনাদের পরিচিত।
SEO কি?
যারা উপর থেকে পড়া  শুরু করেছেন তারা  হয়তো already জেনে গেছেন SEO এর পূর্ণরূপ কি! তারপরও যারা এখান থেকে শুরু করবেন বলে মনস্থির করেছেন তাদের জন্য আবার বলতেছি SEO এর পূর্ণরূপ হচ্ছে Search Engine Optimization। আর Search Engine Optimization বা SEO হচ্ছে এমন একটি process বা প্রক্রিয়া যার মাধ্যমে আপনি কোন ব্লগ বা web site কে search engine (যেমন: Google, Yahoo, Bing) এর প্রথম পাতায় বা ১ ২ ৩ position এ নিয়ে আসতে বা বিভিন্ন search engine এ আপনার site এর পেইজ রেঙ্ক, মান ইত্যাদি বাড়াতে সক্ষ্ম হবেন যার ফলে search engine তাদের result page এ আপনার site কে প্রথম পেইজে দেখাবে।

SEO শিখতে কি কি লাগবে-
১।নেট সংযোগসহ একটি কম্পিউটার (তবে উন্নতমানের মোবাইল ফোন দিয়ে ও আপাতত শেখা যাবে but আপনি যখন কাজ করতে যাবেন তখন obviously pc লাগবে।)
২। ইন্টারনেট এবং search engine(www.google.com) সম্পর্কে নূন্যতম ধারণা। (নূন্যতম বললাম কারণ হচ্ছে আপনি কাজ শিখতে গেলে পূর্ণ ধারণা এমনিতে হয়ে যাবে।)
৩। আপনার একটা ব্লগ বা ওয়েব সাইট ( আমরা যেহেতু এখনো SEO Learning করতেছি, সুতরাং আমি আপনাকে www.blogger.com থেকে একটা free blog এবং free hosting এবং free domain নিয়ে wordpress দিয়ে বানানো একটা সাইট suggest করব।)
৪। এবং unlimited ধৈর্য।

SEO আপাতত এখানে থাক!! SEO শুরু করার জন্য যেহেতু একটা ।blog বা website আবশ্যক, সুতরাং আগে আমরা একটা free blog বা free website বানানোর দিকে মন দিই। তাহলে আমাদের এক ঢিলে দুই পাখি মারা হয়ে যাবে। SEO শিখার সাথে সাথে নিজের একটা website ও হয়ে যাবে, যা অনেক দিনের সাধ ছিল।…Free তে নিজের একটা ব্লগ এবং ওয়েব সাইট কিভাবে বানাবেন তার সচিত্র tutorial এর জন্য এখানে ক্লিক করুন-
 
        How to Create a New Blog