How to Create a new Blog in Bangla



                        পর্ব-০১


বিস্‌মিল্লাহির রাহমানির রাহিম। আমরা ছিলাম How to learn SEO in bangla এর ধারাবাহিক tutorial এ। কিন্তু SEO কে আমরা theoretically না শিখে practically শিখার যাথাসম্ভব চেষ্টা করব। এবং তার জন্য আমাদের একটি website দরকার। আজকে আমি আপনাদেরকে  www.blogger.com থেকে একটি ফ্রি ব্লগ কিভাবে তৈরি করবেন তা শেখাব।  Free hosting and free domain নিয়ে বানানো সাইটের চেয়ে blog এর value  গুগলের কাছে হাজার গুণ বেশি কারণ Blog হচ্ছে Google এর একটা নিজস্ব product.
আমি এখানে ব্লগ কি, এর ইতিহাস বর্ণনা করে আপনাদের সময় নষ্ট করব না। আশাকরি আপনাদের সবারই ব্লগ সম্পর্কে ধারণা আছে কারণ বেশ কিছু দিন ব্লগ বাংলাদেশের topic of the day। চলুন কথা না বাড়িয়ে practically দেখেনি কিভাবে ব্লগ তৈরি করতে হয়। আর শুণুন, আপনারা কিন্তু আমার সাথে সাথে practice করবেন।
যেহেতু blogger.com গুগলের নিজস্ব একটা product সুতরাং বুঝতেই পারতেছেন blogger.com থেকে ব্লগ তৈরি করতে হলে আপনাদের অবশ্যই একটা Gmail Accout থাকতে হবে। Gmail Account করা খুবই সহজ একটা কাজ  অথবা হয়ত অনেকেরই already আছে। সুতরাং আমি আর দেখালাম না। না থাকলে তাড়াতাড়ি একটা খুলে ফেলুন।
তারপর এখানে ক্লিক করুন Blogger নিচের মত একটা চিত্র দেখতে পাবেন=-



How to learn seo in bangla

এখন email এর জায়গায় আপনার Gmail id এবং password এর ঘরে আপনার Gmail এ যে password টা use করেছেন সেটা দিয়ে sign in এ ক্লিক করুন।


How to learn seo in bangla




তাহলে উপরের মত দেখবেন। এখন লাল চিহ্নিত New Blog এ ক্লিক করুন। 




Then হলুদ মার্ককৃত title এর ঘরে আপনার ব্লগ এর শিরোনাম বা Title দেন (যেমন আমি দিলাম How to Create a new Blog), আপনি ইচ্ছে করলে বাংলায় ও দিতে পারেন। এবং address এর ঘরে আপনার ব্লগের জন্য নির্বাচিত address বা url টি দিতে হবে। এখানে একটা ব্যাপার বলে নিই-url বা address হচ্ছে যেটা দিয়ে আপনি বা অন্যরা আপনার ব্লগ visit করবে। যেমন আমার ব্লগের url হবে www.cousin-brother.blogspot.com. আরেকটা কথা, এখানে www. এবং .blogspot.com এই দুইটা দিতে হবে না, এগুলো default দেয়াই আছে। আপনি just মাঝখানের অংশটুকু দিবেন যেমন, cousin-brother. আপনার ব্লগ address টা যদি available হয় তাহলে উপরের মত this blog address is available দেখাবে অন্যথায় sorry, this blog address is not available দেখবেন, তাহলে অন্য আরেকটা দিয়ে try করবেন।আশাকরি কোন problem হবে না। এরপর template option থেকে যেকোন একটা select করুন।যেমন আমি simple নামের template select করলাম, আপনারা ও আপাতত যেকোন একটা select করুন, সমস্যা নাই, পরে মনের মত একটা change করে দেয়া যাবে। তারপর Create Blog এ ক্লিক করুন।

এতে নিচের মত একটা page open হবে।



How to learn seo in bangla




এতে প্রথম লাল চিহ্নির স্থানে আমরা দেখতে পাচ্ছি Your Blog has been created! মানে আমাদের কাঙ্খিত ব্লগ তৈরি হয়ে গেছে। এবং লালা দাগের উপরে আপ্নাদের ব্লগের title দেখতে পাবেন। (যেমন আমার ব্লগের শিরোনাম- How to Create a new Blog দেখা যাচ্ছে।)
আর দাগের ভিতরের start posting এ ক্লিক করে অথবা দ্বিতীয় লাল বৃত্তের কর কলম চিহ্নের উপর ক্লিক করেও post করা শুরু করে দিতে পারবেন। এবং সবশেষ View blog লেখার উপর ক্লিক করলে আপনার ব্লগটি দেখতে পাবেন, যা দেখতে প্রাথমিকভাবে নিচের মত হবে। পরে নিজের মনের মাধুরি মিশিয়ে নিজের ব্লগ নিজের মত করে সাজিয়ে নিবেন।



How to learn seo in bangla




এখানে প্রথম লাল দাগের ভিতরে আমাদের ব্লগের url বা addres টা দেখতে পাচ্ছি এবং দ্বিতীয় লাল দাগের ভিতরে আমাদের ব্লগের title দেখতে পাচ্ছি। যেহেতু আমরা এখনো কোন post করি নাই, সুতরাং No post দেখাচ্ছে।
ব্যাস, সফলভাবে তৈরি হয়ে গেল আমদের ব্লগ। আমার দৃঢ় বিশ্বাস আপনারাও সফল হবেন ইনশাল্লাহ।

আজ এখানেই থাক। আগামি পর্বে ব্লগে কিভাবে post করতে হয়, কিভাবে ব্লগের template change বা নতুন template upload সহ ব্লগের ড্যাসবোর্ডের সকল Manu নিয়ে বিস্তারিত আলোচনা করব। ততদিন পর্যন্ত ভালো থাকবেন এবং regular practice করুন। আল্লাহ হাফেজ।